নিজস্ব প্রতিবেদক : সিলেটের এমসি কলেজ ছাত্রাবাস আবাসিক শিক্ষার্থীদের জন্যে খুলে দেয়া হয়েছে।
ছাত্রলীগের দুই পক্ষের আধিপত্য নিয়ে বিরোধের জের ধরে ব্যাপক ভাংচুরের ঘটনায় ১৩ জুলাই ঐতিহ্যবাহী এ ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্যে বন্ধ ঘোষণা করা হয়।
এর ১৬ দিন পর শনিবার বিকেল ৩টায় পরিচয়পত্র দিয়ে প্রকৃত আবাসিক শিক্ষার্থীদের ছাত্রাবাসে উঠানো হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
কর্তৃপক্ষ আরো জানিয়েছে, বহিরাগত ও অবৈধ অতিথিদের ছাত্রাবাসে থাকার ব্যাপারে নতুন করে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
ছাত্রলীগের টিটু পক্ষ ও হোসাইন পক্ষের বিরোধের জের ধরে ছাত্রাবাসের তিনটি ব্লকে অন্তত ৫০টি কক্ষ ভাংচুর করা। এ ঘটনায় ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে ছাত্রবাস সংস্কার না করেই খুলে দেয়ায় আবাসিক শিক্ষার্থীদেরকে ভাঙা দরজা-জানালার কক্ষেই থাকতে হবে।
Leave a Reply