ক্রীড়া প্রতিবেদক : সিলেট রানার্স কমিউনিটির উদ্যোগে পঞ্চমবার ইউনিমার্ট সিলেট হাফ ম্যারাথন অনুষ্ঠিত হলো। এতে এবার দেশ-বিদেশের ১৫ বছর থেকে ৭০ বছর বয়সী প্রায় ১২শ দৌড়বিদ অংশ নেন।
শুক্রবার ভোরে দলে দলে সিলেট মহানগরীর প্রবেশদ্বার খ্যাত ক্বীনব্রিজ এলাকায় জড়ো হন দৌড়বিদরা । সকাল ঠিক ৬টায় হুইসেল বাজতেই শুরু হয় দৌড়। বন্দর, জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, মজুমদারি, খাসদবির ও চৌকিদেখি হয়ে বাইশটিলা ঘুরে ম্যারাথন লাক্কাতুরায় সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছে শেষ হয়।
ম্যারাথনে ২১ দশমিক ১ কিলোমিটারে ৪০ নারী ও ৩০০ পুরুষ এবং ১০ কিলোমিটারে ৭০ নারী ও ৭৯০ পুরুষ অংশ নেন।
সিলেট রানার্স কমিউনিটির এডমিন ও আয়োজক কমিটির সদস্য ডা ওরাকাতুল জান্নাত জানান, সংগঠনটি ২০১৭ সালের ১৬ নভেম্বর যাত্রা শুরু করার পর বিভিন্ন ধরনের দৌড় প্রতিযোগিতা ও দৌড়বিদদের উন্নয়নে কাজ করে যাচ্ছে।
তিনি আরও জানান, তাদের এই আয়োজনের একটি বিশেষ দিক হলো, ইউনেস্কো থেকে স্বীকৃতিপ্রাপ্ত সিলেটের ঐতিহ্যবাহী শীতলপাটিকে উপস্থাপন করার চেষ্টা, যাতে এ ঐতিহ্য টিকে থাকে।
এবারের আয়োজনে প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশের স্বনামধন্য চেইন সুপার শপ ইউনিমার্ট। অন্যতম পৃষ্ঠপোষক হিসেবে আছে মেসার্স সুরভী এন্টারপ্রাইজ, ফিজা এন্ড কোং, এস এম সি প্লাস, আই টি চাম ও প্যারাডোন্টেক্স। সংগঠনের নিজস্ব ২০০ জন স্বেচ্ছাসেবক উদ্যোগ সফলে কাজ করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সিলেট রানার্স কমিউনিটির এডমিন মনজুর আহমেদ আরিফ, মো আলী কামাল সুমন, সৈয়দ ফজলুর রহিম সোহাগ ও মো হাসান আহমেদ।–সূত্র সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply