নিজস্ব প্রতিবেদক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড জাফর ইকবাল চিকিৎসা শেষে ১১ দিন পর প্রিয় ক্যাম্পাসে ফিরেছেন।
বুধবার দুপুরে ঢাকা থেকে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর পৌঁছলে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ ও কোষাধ্যক্ষ ড ইলিয়াস উদ্দিন বিশ্বাস সহ বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী তাকে স্বাগত জানান।
ড জাফর ইকবাল ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর ও শাবিপ্রবি ক্যাম্পাসে বক্তব্য রাখতে গিয়ে বিপথগামীদেরকে সুপথে ফিরে আসার আহ্বান জানান।
ড জাফর ইকবাল ৩ মার্চ শাবিপ্রবি ক্যাম্পাসে মৌলবাদী দুর্বৃত্তের হামলায় আহত হন। ঐ দিন রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Leave a Reply