১১ তম গ্রেড নির্ধারণের দাবিতে নবীগঞ্জ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। পরে সহকারী শিক্ষকরা ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।
মানববন্ধনে তিন শতাধিক সহকারী শিক্ষক অংশ নেন। তারা বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষকদের পরের গ্রেড অর্থাৎ ১১ তম গ্রেডে বেতন নির্ধারণ করে বেতন বৈষম্য নিরসন করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
Leave a Reply