নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের ব্যবসা ও বাণিজ্য শাখার সহকারী আজিজুর রহমানের বিরুদ্ধে ১০ হাজার টাকা ঘুষ গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশন-দুদক মামলা করেছে।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে কোতয়ালি মডেল থানায় দুদক সিলেটের উপ সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ মামলাটি দায়ের করেন।
পরিচালক শিরিন পারভীনের নেতৃত্বে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে আজিজুর রহমানকে ১০ হাজার টাকা ঘুষ গ্রহণের অভিযোগে গ্রেফতার করতে যায় দুদক সিলেটের একটি দল; কিন্তু অভিযুক্ত কর্মচারীকে গ্রেফতার করে তৃতীয়তলা থেকে নিচে নামার সময় জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারীদের হামলার শিকার হন মামলার বাদি ওয়াহিদ মঞ্জুর সোহাগ সহ দুুদকের দুই জন উপ সহকারী পরিচালক, একজন কনস্টেবল ও একজন গাড়ি চালক। এছাড়া জেলা প্রশাসক কার্যালয়ে অভিযানে অংশগ্রহণকারী দুদকের সকল কর্মকর্তা-কর্মচারী প্রায় ২ ঘণ্টা অবরুদ্ধ থাকেন। পরে পুলিশ তাদেরকে মুক্ত করে।
এ ব্যাপারে দুদক পরিচালক শিরিন পারভীন ঐ দিনই সিলেট কোতয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এই হামলার ঘটনা তদন্তে ইতোমধ্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মৃণাল কান্তি দেবকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে আজিজুর রহমানকে। পুলিশ জানিয়েছে, আজিজুর রহমান পলাতক রয়েছে।
Leave a Reply