সিলেট-৬ আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী দেশকে এগিয়ে নিতে ‘ধানের শীষ’ মার্কায় ভোট দিতে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন।
সোমবার গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এ আহ্বান জানান।
ফয়সল আহমদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র ও আইনের শাসন ধ্বংস করে অন্যায়ভাবে রাষ্ট্রক্ষমতা আকড়ে রাখতে চাইছে।
গত ১০ বছরে দেশে সামগ্রিক কোন উন্নয়ন হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
গণসংযোগকালে ফয়সল আহমদ চৌধুরীসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন পথসভায়ও বক্তব্য রাখেন।
Leave a Reply