নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পরিবহণ শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির ১০ দফা দাবি ৩০শে নভেম্বরের মধ্যে মানা না হলে ১লা ডিসেম্বর থেকে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট শুরু করা হবে।
রবিবার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে আহুত সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের বিভাগীয় সাধারণ সম্পাদক সজিব আলী। এছাড়া সভাপতি সেলিম আহমদ ফলিক সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
বাংলাদেশ পরিবহণ শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির ১০ দফা দাবির মধ্যে রয়েছে, দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনাল সংস্কার ও অবৈধ দোকানপাট উচ্ছেদ, অবিলম্বে ট্রাক টার্মিনালের নির্মাণ কাজ শেষ করা, পৌরসভায় যানবাহন থেকে পৌরকর ও সিলেটের সকল সেতুতে অতিরিক্ত টোল আদায় বন্ধ করা, রিকুইজিশনকালে গাড়ির প্রয়োজনীয় জ্বালানি ও চালকদের খোরাকি সহ রাতে থাকার ব্যবস্থা করে দেয়া, মামলায় অতিরিক্ত জরিমানা আদায় বন্ধ ও ট্রাফিক অফিসে মালিক ও চালকদের বসার জায়গা দেয়া, সিলেট বিভাগের সকল সড়ক সংস্কার, ব্যাটারিচালিত রিক্সা, অটোবাইক ও মোটরবাইক চলাচল বন্ধ করা, জাফলং ও বিছনাকান্দি পাথর কোয়ারি অবিলম্বে চালু করে দেয়া, অটোটেম্পো গাড়িগুলোর ডাম্পিং সিদ্ধান্ত বাতিল ও ইঞ্জিনচালিত রেজিস্টেশন বিহীন ট্রলি দ্বারা মালামাল বহন বন্ধ করা, হাইওয়ে পুলিশের তল্লাশির নামে চাঁদাবাজি বন্ধ করা, সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে ৬০টি গাড়ি ভাংচুরের মামলা না নেয়ায় ওসির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির পদক্ষেপ গ্রহণ ও ছাতক লাফার্জ সিমেন্ট ফ্যাক্টরি থেকে চাকরিচ্যুত ২৩ জন গাড়ি চালককে চাকরিতে পুনর্বহাল করা।
Leave a Reply