বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : গায়েবী মামলা, নির্বিচারে গ্রেফতার ও পুলিশি হয়রানি বন্ধসহ ১০ দফা দাবিতে সুনামগঞ্জ জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
শুক্রবার, ২৬ মে সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।
সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলের পরিচালনা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো শাহজাহান বলেন, বিনা ভোটের এই সরকার গণতন্ত্র হত্যা করে স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করছে।
তিনি খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বর্তসান সরকারের পতন না হওয়া পর্যন্ত সবাইকে রাজপথে থাকার আহবান জানান।
সমাবশে আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা শাখাওয়াত হাসান জীবন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য নজির হোসেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন ও জেলা বিএনপির সহসভাপতি নাদের আহমদ।
Leave a Reply