তৌহিদ চৌধুরী প্রদীপ, জামালগঞ্জ : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা খাদ্য পরিদর্শক মো রফিকুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বজ্জনপ্রীতির অভিযোগ পাওয়া গেছে।
সাচনাবাজার ইউনিয়নের ডিলার মোনতাসীম বিল্লাহ সিদ্দিকী বৃহষ্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিতভাবে এই অভিযোগ দায়ের করেন।
অভিযোগ থেকে জানা যায়, খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি চালের ডিলার নিয়োগের সময় নানা ধরনের অনিয়ম, দুনীতি ও স্বজ্জনপ্রীতি করেন উপজেলা খাদ্য পরিদর্শক মো রফিকুল ইসলাম। এই নিয়োগের সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মস্থলে না থাকায় সুযোগে রফিকুল ইসলাম উকোচ দাবি করে না পেয়ে রুষ্ট হন মোনতাসীম বিল্লাহ সিদ্দিকীর উপর। তাই বিভিন্নভাবে তাকে হয়রানি করতে থাকেন।
আরো অভিযোগ করা হয়েছে, খাদ্য পরিদর্শক রফিকুল ইসলামের অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি নিয়ে বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পত্রিকায় বেশ কিছু দিন ধরে সংবাদ প্রকাশিত হচ্ছে। এ অবস্থায় তিনি সাংবাদিকদের ‘ম্যানেজ’ করার কথা বলে ডিলারদের কাছে মোটা অংকের টাকা দাবি করেন; কিন্তু মোনতাসীম বিল্লাহ সিদ্দিকী টাকা দিতে অপারগতা প্রকাশ করলে খাদ্য পরিদর্শক ঐ ডিলারের দোকান পরিদর্শনের নাম করে ভুক্তাদের চাল বিতরণে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।
এছাড়া মোনতাসীম বিল্লাহ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এস আই আনোয়ার জানান, তদন্ত অব্যাহত আছে।
মামলার বাদি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) বিনয় কুমার দেব জানান, ডিলারের অনিয়মের কারণে মামলা হয়েছে।
মোনতাসীম বিল্লাহ সিদ্দিকী বলেন, ‘উৎকোচ না দিয়ে প্রতিবাদ করার কারণেই মিথ্যা মামলা দিয়ে আমার ডিলারসিপ বাতিল করতে চাইছে।’
খাদ্য পরিদর্শক মো রফিকুল ইসলামকে বারবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আহমেদ পলি বলেন, খাদ্য পরিদর্শকের বিরুদ্ধে ডিলারের একটি লিখিত অভিযোগ পেয়েছি, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বরাবর তা প্রেরণ করা হয়েছে।
Leave a Reply