সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকার ১০ টাকা কেজিতে চাল খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে এখন ৬০ টাকায় চাল খাওয়াচ্ছে। শুধু চালই নয়, তেল ও ডাল সহ সকল পণ্যের দাম এখন মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ অতিষ্ঠ। মানুষ এ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায়না। তাই আগামীদিনে আন্দোলন সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে শরিক হতে হবে।
বুধবার দুপুরে গোলাপগঞ্জ উপজেলার পরগণা বাজার এলাকায় ফ্রান্স প্রবাসী সাবেক ছাত্রদল নেতা লায়েক আহমদ তালুকদারের সৌজন্যে ত্রাণসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানের প্রধান বক্তার বক্তব্যে সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেন, সরকার বন্যার মত দুর্যোগেও জনগণের সঙ্গে তামাশা করছে। আগামী নির্বাচনে জনগণ এর দাঁতভাঙ্গা জবাব দেবে।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য অ্যডভোকেট মুজিবুর রহমান, অ্যডভোকেট আবু তাহের, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক অ্যাডভোকেট মামুন আহমদ রিপন, জেলা বিএনপির সাবেক সদস্য সালেহ আহমদ গেদা, বাঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আহাদুর রহমান কামরুল, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল কাদির সেলিম, উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক আশরাফ মাহফুজ, জুবেল আহমদ, জিল্লুর রহমান খান, সেবুল আহমদ, রায়হান আহমদ প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply