নিজস্ব প্রতিবেদক : প্রতারণা ও অসাধুকাজে প্রলুব্ধ করে সাধারণ মানুষের নিকট থেকে প্রায় ১০ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দুই জনকে র্যাব-৯ আটক করেছে।
শুক্রবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল এএসপি আব্দুল খালেক ও এএসপি এ কে এম কামরুজ্জামানের নেতৃত্বে ঢাকার পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলো, মৌলভীবাজার সদর উপজেলার জগতপুর গ্রামের মৃত সোনাহর মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৪০) ও হবিগঞ্জের বাহুবল উপজেলার হাজীমাদাম গ্রামের মৃত আব্দুল হকের ছেলে মাসুদ রানা (৪৬)।
শনিবার সকালে র্যাব-৯ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে র্যাব-৯ মিডিয়া অফিসার মনিরুজ্জামান এ তথ্য জানান ।
তিনি জানান, আটককৃতরা মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও অন্যান্য উপজেলায় বিভিন্ন জনকে লন্ডন, আমেরিকা, কানাডা ও সিঙ্গাপুর সহ পৃথিবীর বিভিন্ন দেশে ফ্ল্যাট বাড়ি দেয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে প্রায় ১০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
Leave a Reply