হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জনক ডা ফ্রেডরিক স্যামুয়েল হ্যানেমেনের ২৬৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে সিলেট বিভাগীয় গণগ্রন্থাগারে সাপ্তাহিক হোমিওপ্যাথিক আলোচনা পরিষদ এর আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন, দেশের বিশিষ্ট হোমিও চিকিৎসক হাবিবুর রহমান। সভাপতিত্ব করেন, আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক ডা পরিমল দেব। বিশেষ অতিথি ছিলেন, ডা বীরেন্দ্র চন্দ্র দেব, ডা শাহ জামাল উদ্দীন কামালী, ডা অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরী, ডা ফরিদ উদ্দীন, অধ্যাপক অনিল বরণ মিত্র, অধ্যাপক আজাদ আতিকুর রহমান, অধ্যাপক নূরুন্নাহার মজুমদার, ডা নৃপেশ কৃষ্ণ রায় ও ডা রাশেদা খাতুন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডা দিলীপ কুমার দাস ও ডা তরনী দেবনাথ। পরিচালনায় ছিলেন, ডা রতিশ চন্দ্র চন্দ।
Leave a Reply