নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী নিশ্চিত করেছেন, সিলেট মহানগরীর নতুন হোল্ডিং ট্যাক্স পুনর্বিবেচনা করে সহনীয় পর্যায়ে নিয়ে আসা হবে।
সিসিকের হোল্ডিং ট্যাক্স নিয়ে নাগরিক প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে নগর পরিষদের সাধারণ সভা শেষে রবিবার, ১২ মে (২৯ বৈশাখ) দুপুরে নগরভবন সম্মেলন কক্ষে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ নিশ্চয়তা দিয়ে জানান, পুনর্বিবেচনার জন্যে সময় বাড়ানো হয়েছে দুই সপ্তাহ। প্রয়োজনে আরও বাড়ানো হবে; কিন্তু উন্নয়নের স্বার্থে পুনর্বিবেচনার পর সবাইকে নির্ধারিত হোল্ডিং ট্যাক্স দিতে হবে।
মেয়র আরও জানান, মহানগরীর নতুন ১৫টি ওয়ার্ডে হোল্ডিং ট্যাক্স সংক্রান্ত যাবতীয় কার্যক্রম স্থগিত করা হয়েছে। তবে পুনর্বিবেচনা চলছে পুরনো ২৭টি ওয়ার্ডে। এছাড়া হোল্ডিং ট্যাক্স নিয়ে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে তিনি মতবিনিময় করবেন।
তিনি জানান, হোল্ডিং ট্যাক্স পুনর্বিবেচনার জন্যে প্রতি ওয়ার্ডে কাউন্সিলরের নেতৃত্বে ‘রিভিউ বোর্ড’ গঠন করা হয়েছে। এতে ওয়ার্ড কাউন্সিলরদ্বয় ছাড়াও থাকবেন একজন প্রকৌশলী ও একজন আইনজীবী। এছাড়া মেয়র নিজে তদারকি করবেন।
আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেট সিটি করপোরেশনের সকল প্রকার ট্যাক্স আদায় কার্যক্রমকে স্বচ্ছ, সহনীয় ও স্মার্ট করার ও সবাইকে এর আওতায় নিয়ে আসার ঘোষণা দেন।
Leave a Reply