নিজস্ব প্রতিবেদক : সিলেটে সামাজিক সংগঠন হেল্পিং হাট ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০০ পথশিশু, অসহায় ও অসুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
রবিবার, ২২ সেপ্টেম্বর বিকেল থেকে রাত পর্যন্ত সিলেট রেলওয়ে স্টেশন, সার্কিট হাউস এলাকা, চৌহাট্টা ও মেজরটিলায় সংগঠনের কর্মীরা এই খাবার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, হেল্পিং হাট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি রিয়াদ আহমেদ মিনহাজ, সহসভাপতি আলমগীর মো রাসেল, সাবেক সাধারণ সম্পাদক নাহিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রেদোয়ান আহমেদ মুরাদ, সদস্য মো রকি আহমেদ, মিলাদ আহমেদ, রিয়াদ আহমেদ, ইমরান আহমেদ, আকিব ইসলাম রিফাত ও রাহিম আহমেদ
২০১৭ সালের ২২ সেপ্টেম্বর হেল্পিং হাট প্রতিষ্ঠিত হয়। প্রতিটি প্রতিষ্ঠাবার্ষিকীতেই সংগঠনটি পথশিশু, অসহায় নারী-পুরুষ ও অসুস্থদেরকে এভাবে খাবার দিয়ে থাকে।
Leave a Reply