সিলেট সদর উপজেলার টুকেরবাজার মৎস্য বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হেলাল উদ্দিনের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে বৃহত্তর টুকেরবাজার এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে তেমুখী পয়েন্টে এই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নয়গ্রাম পঞ্চায়েত কমিটির সহ সভাপতি নজির হোসেনের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক শামীম আহমদের পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ছবুর মিয়া, বাচ্চু মিয়া, আফতাব মিয়া, জমশিদ মিয়া, আকমল হোসেন, নাজিম উদ্দিন, আব্দুল কাদির, আকাশ আহমদ প্রমুখ।
এদিকে হেলাল উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার আন্দোলন বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।
এর আহবায়ক সুন্দর আলী, সদস্য সচিব নজির হোসেন, যুগ্ম আহবায়ক জাকারিয়া আহমদ ও মাসুক মিয়া।
এই মামলা প্রত্যাহারের দাবিতে রবিবার সকাল ১১টায় সিলেট মহানগর পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান করা হবে।
Leave a Reply