সিলেটের টুকেরবাজার মৎস্য বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো হেলাল উদ্দিনের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে বৃহত্তর টুকেরবাজার এলাকাবাসীর উদ্যোগে রবিবার সকালে সিলেট মহানগর পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি দেয়া হয়েছে।
ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার এস এম রোকন উদ্দিন স্মারকলিপিটি গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নূরে আলম সিরাজী, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমীর উদ্দিন, নয়গ্রাম পঞ্চায়েত কমিটির সহ সভাপতি নজির হোসেন, মুরব্বি ছবুর মিয়া, বাচ্চু মিয়া, আফতাব মিয়া, আব্দুর রহিম, জলাল উদ্দিন, সালেহ আহমদ, ইউসুফ মিয়া, শামীম আহমদ, ইমরান আহমদ সাধু প্রমুখ।
Leave a Reply