সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় হেযবুত তওহীদের পথসভায় হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
শনিবার দুপুরে সংগঠনের উদ্যোগে সুনামগঞ্জ শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে আহুত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুনামগঞ্জ জেলা হেযবুত তওহীদের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন জানান, গত ২২ নভেম্বর বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজারে আয়োজিত পথসভায় ৪০/৫০ জন হামলা চালায়। তবে বিশ্বম্ভপুর থানা পুলিশ ও এলাকাবাসীর হস্তক্ষেপে তিনি সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা প্রাণে রক্ষা পান।
তিনি এই ঘটনার তীব্র ও প্রতিবাদ জানান এবং জড়িত সবার গ্রেফতার ও কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
Leave a Reply