বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের প্রধান, লিভার বিভাগের সদ্য প্রাক্তন চেয়ারম্যান, সম্প্রীতি বাংলাদেশেরর সদস্য সচিব অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীল বলেছেন, হুমায়ুন রশিদ চৌধুরী বাংলা ও বাঙালির ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায়। দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। বাংলাদেশের মানুষ তার অবদান মনে রাখবে এবং তাকে চিরদিন স্মরণ করবে।
ডা মামুন আল মাহতাব স্বপ্নীল আরও বলেছেন, স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী মানুষকে খুব ভালবাসতেন। সারাজীবন কাজ করে গেছেন দেশের কল্যাণে। সবসময় সিলেটবাসীর পাশে ছিলেন।
শুক্রবার সকালে মহানগরীর টুলটিকর (কুশিঘাট) হাজী মোহাম্মদ সফিক উচ্চবিদ্যালয়ে ‘স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ সিলেটের সহযোগিতায় আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
সংগঠনের জেলা শাখার আহ্বায়ক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেনের সভাপতিত্বে ও যুগ্মআহ্বায়ক, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহসভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেণ, স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদের সহসভাপতি, মরহুমের নাতি মাহসুন নোমান রশিদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ সিলেটের সদস্য সচিব, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ডা এম এ আজিজ চৌধুরী, হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদের সাংগঠনিক সম্পাদক, দৈনিক স্বাধীন বাংলার সম্পাদক মো আখলাকুল আম্বিয়া, স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্মআহবায়ক, মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা মোহাম্মদ হোসেন রবিন, স্বাচিপের সদস্য, শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা মো মুজিবুল হক।
মেডিক্যাল ক্যাম্পে প্রায় ৩০০ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হয়। দিনব্যাপী প্রায় ১২ জন ডাক্তার এই চিকিৎসাসেবা দেন।–সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply