এনা, নিউইয়র্ক : আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন ৮ই নভেম্বর। এতে ডেমক্র্যাটিক পার্টি থেকে প্রার্থী হয়েছেন সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। অন্যদিকে রিপাবলিকান পার্টি থেকে প্রতিদ্বন্ন্দ্বিতা করছেন ডোনাল্ড ট্রাম্প। প্রাথমিক নির্বাচন শেষে কনভেনশনের মাধ্যমে দুটো দল তাদের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেন।
প্রার্থী ঘোষণা ও টিভি বিতর্ক শেষে ডেমক্র্যাটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন সব সময়ই এগিয়ে ছিলেন। ৯ থেকে ১০ শতাংশ ভোটের ব্যবধানে এগিয়ে ছিলেন সপ্তাহ দুই আগে পর্যন্ত; কিন্তু মাত্র দুই দিন আগে এফবিআই ডিরেক্টর জেমস কমি তার বিরুদ্ধে যেন বোমা ফাটালেন। বিষয় সেই ই-মেইল। জেমস কমি নতুন করে হিলারি ক্লিনটনের বিরুদ্ধে ই-মেইল কেলেঙ্কারির অভিযোগ আনলেন।
হিলারির ক্লিনটনের বিরুদ্ধে ই-মেইল নিয়ে অভিযোগ নতুন নয়। তদন্ত শেষে যে জেমস কমি তা নাকচ করে দিয়েছিলেন সেই তিনিই নির্বাচনের মাত্র ১০ দিন আগে নতুন ই-মেইল কেলেঙ্কারির কথা ফাঁস করলেন। যদিও আমেরিকার বিচার বিভাগ এই বিষয়টি আমলে নিচ্ছেন না।
বিচার বিভাগ আমলে না নিলেও আমেরিকার জনগণ আমলে নিয়েছে। যে কারণে দুই প্রেসিডেন্ট প্রার্থীর ব্যবধান কমে এসেছে। এদিকে হিলারি ক্লিনটনও এর সমলোচনা করেছেন এবং রাজনীতি না করে সমস্ত ই-মেইল প্রকাশ করার আহবান জানিয়েছেন।
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র ৮ দিন বাকি। দুই প্রার্থীর প্রতিযোগিতা এতদিন অসম থাকলেও এখন বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে হিলারি ক্লিনটন শতকরা মাত্র ১ থেকে ২ ভাগ ভোটের ব্যবধানে এগিয়ে।
এদিকে রবিবার দুপুরে জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায় আমেরিকান মুসলিম পলিটিক্যাল অ্যাকশন কমিটি হিলারি ক্লিনটনের পক্ষে সমাবেশ করেছে। এতে বক্তারা মুসলমান ও ইমিগ্র্যান্টদের অস্তিত্ব রক্ষায় হিলারি ক্লিনটনকে ভোট দেয়ার আহবান জানিয়েছেন।
সমাবেশে বক্তব্য রাখেন আমেরিকান মুসলিম পলিটিক্যাল অ্যাকশন কমিটির চেয়ারম্যান এম ডি আলম, অ্যাসেম্বলিম্যান হোজে রিভেরা, মিশিগানের মেয়র মোহাম্মদ খারুল্লাহ, কমিউনিটি এক্টিভিস্ট খোরশেদ খন্দকার, জ্যাকসন হাইটস, বাংলাদেশী বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি জাকারিয়া মাসুদ জিকো, রাজনীতিবিদ গিয়াস আহমেদ, জাকারিয়া চৌধুরী, সোলায়মান আলী, মূলধারার রাজনীতিবিদ মাফ মিসবাহ, মাজেদা উদ্দিন, কমিউনিটি নেতা মঞ্জুর চৌধুরী, এম ফখর, মিনা ইসলাম, ফিলাডেলফিয়ার সাবেক কাউন্সিলর আনিস আহমেদ, পুলিশ অফিসার মাল ডোনাডো, ডেমক্র্যাটিক দলের নেতা রেহান রেজা, ড নাহিদ খান, শাহজাহান শেখ, ড কাশেম, এএফএম মিসবাউজ্জামান, আবু আব্দুস সামা, সাইফ খান, মুসলিম অ্যালায়েন্সের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম আক্তার, রাজনীতিবিদ ফখরুল ইসলাম দেলোয়ার, সংগঠনের নেতা ওয়ালি করিম, আবু জাফর মাহমুদ, আনোয়ার খান, সাফাজ খান, ডা তালাত খান, এমডি আবু ইউছুফ ও গাজাল সালাম। পরিচালনায় ছিলেন কমিউনিটি নেতা এন মজুমদার।
Leave a Reply