নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ক্রিকেট দল হিরো-এলইউ ক্রিকেট টুর্নামেন্টের বি গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে সেমি ফাইনালে উঠেছে।
রবিবার কামালবাজারে রাগীব-রাবেয়া স্পোর্টস একাডেমি মাঠে পার্ক ভিউ মেডিকেল কলেজ দলকে ৭ রানে পরাজিত করে এনইইউবি ক্রিকেট দল এই যোগ্যতা অর্জন করে।
এনইইউবি ক্রিকেট দলের ১৫ ওভারে ১৯০ রানের সংগ্রহের বিপরীতে পার্ক ভিউ মেডিকেল কলেজ দল ১৮৩ রানে অল আউট হয়ে যায়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন এনইইউবির ব্যবসায় প্রশাসন বিভাগের শাহ ফয়সল ইমন এবং হাঙ্ক প্লেয়ার অব দ্যা ম্যাচ হন ইংরেজি বিভাগের ফজলে এলাহী চৌধুরী শাহী।
সিলেটের ৮টি সরকারি-বেসরকারি বিশ্বব্যিালয় ও মেডিকেল কলেজের ক্রিকেট দল এই টুর্নামেন্টে অংশ গ্রহণ করছে। এর মধ্যে গ্রুপ পর্বের অন্যান্য খেলায় এনইইউবি ক্রিকেট দল ৫৪ রানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলকে এবং ৪ রানে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ দলকে পরাজিত করে। এ দলের সদস্যরা হলেন, আকরাম, মিনার, তানভীর, মাহফুজ, সাকিব, রেজোয়ান, মাহাদ, জুয়েল, দুলাল ও ইমন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, এনইইউবি স্পোর্টস ক্লাবের উপদেষ্টা ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক মিজানুর রহমান ও সহ উপদেষ্টা প্রভাষক নাসির উদ্দিন।
Leave a Reply