সাংস্কৃতিক প্রতিবেদক : একুশের আলোকে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের নাট্য প্রদর্শনী উপলক্ষে দুই গুণীকে সম্মাননা প্রদান করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় কবি নজরুল অডিটোরিয়ামে নাটকে অবদানের জন্যে প্রখ্যাত কণ্ঠশিল্পী হিমাংশু বিশ্বাস ও মায়া করকে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হয়।
এর আগে প্রদীপ প্রজ্জ্বলন করে নাট্য প্রদর্শনী উদ্বোধন করেন, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী দেবজিৎ সিনহা। সভাপতিত্ব করেন, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শামীমা চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরন্দম দত্ত চন্দন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী লিটন ও কেন্দ্রীয় সদস্য শামসুল আলম সেলিম। সঞ্চালনায় ছিলেন, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।
পরে নীলাঞ্জনা দাস জুঁইর নির্দেশনায় নৃত্যশৈলী শাহরিয়ার কবির রচিত গীতিনাট্য ‘রূপান্তরের গান’ পরিবেশন করে।
Leave a Reply