নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা সমাজসেবা কার্যালয় হিজড়া জনগোষ্ঠী ও সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করেছে।
মঙ্গলবার বিকেলে মহানগরী বাগবাড়িতে সমাজসেবা কমপ্লেক্সে আনুষ্ঠানিক ভাবে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক কর্মসূচির আওতায় প্রশিক্ষণ প্রাপ্ত ৫০ জনকে ৫ লাখ টাকা ও সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে ৭ লাখ, ৮৮ হাজার ৪শ টাকার চেক দেয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাশ। প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সভাপতি আল আজাদ, সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবির ও সাংবাদিক এম আহমদ আলী। এছাড়াও বক্তব্য রাখেন, সিলেট নারী উদ্যোগ কল্যাণ সমিতির সভাপতি সাহিদা সিকদার, সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতির জেলা সাধারণ সম্পাদক আবুল কালাম, সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ইয়াওর বক্ত চৌধুরী, সিলেট হিজড়া কল্যাণ সংস্থার সভাপতি সুন্দরী হিজড়া ও ইমরান আহমদ মেখলা।
Leave a Reply