সিলেটে হিজড়া জনগোষ্ঠীর মধ্যে যুক্তরাজ্য প্রবাসী ফাতেমা তানজিলার উদ্যোগে শীতবস্ত্র ও করোনা ভাইরাস প্রতিরোধের সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।
রববিার বিকেলে মহানগরীর দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় ফাতেমা তানজিলার পক্ষে মামুন হোসেন ও বদরুল হোসেন ১২০ পিস কম্বল ও করোনা সুরক্ষাসামগ্রী সিলেট হিজড়া কল্যাণ সংস্থার বিভাগীয় সভাপতি সুন্দরী হিজড়ার হাতে হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট হিজড়া কল্যাণ সংস্থার সহ সভাপতি রাণী বেগম, সাধারণ সম্পাদক রাধা বিজন, সহ সাধারণ সম্পাদক ভুলু, সদস্য পাখি, সুস্মিতা, মর্জিনা, তামান্না, রেখা মনি, মস্তফা, কামিল, ফুল, সুহেল, কালী, মাহফুজ, সাদেক, সুমন, তোফায়েল, রাহি, হাসান, রুহেল, পাপিয়া, তানহা, সুহেব, সাকেরা, সানজিদা, তানমি, সুমনা, নাইমা, মধুমালা, শিমলা, বেলাল, সুহেনা, তামান্না হিজড়া প্রমুখ।
এছাড়াও মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে ও গ্রামে-গঞ্জের দরিদ্র ১২শ পরিবারের মধ্যে জনপ্রতি প্রায় ১ হাজার টাকা মূল্যের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
Leave a Reply