সুনামগঞ্জ প্রতিনিধি : হিজড়াদের সম্মানীভাতা প্রদান ও পুনর্বাসন সহ বিভিন্ন দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টায় বাংলাদেশ হিজড়া কল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার শতাধিক হিজড়া অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সভাপতি স্বর্ণালী বেগম, সাধারণ সম্পাদক রানী বেগম, সাংগঠনিক সম্পাদক প্রিয়াঙ্কা সুইটি, শিবলী বেগম, আইরিন, ঊর্মিলা, আজমিলা, সাগরিকা, জোনাকি, আদরী, আলেমা বেগম, আয়েশা বেগম, পুষ্পিতা বেগম, শাপলা প্রমুখ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিজড়াদের হিজড়া লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেয়ায় বক্তারা তাকে ধন্যবাদ জানিয়ে তাদের বৈষম্য দূরীকরণ সহ অন্যান্য লিঙ্গের মানুষের মতো তাদের স্কুল-কলেজে লেখাপড়ার সুযোগ প্রদান, সম্মানীভাতা প্রদান ও পুনর্বাসন সহ সম অধিকার প্রতিষ্ঠার দাবি জানান।
তারা বলেন, হিজড়াদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদান করলে তারাও সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন।
Leave a Reply