নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত এক সেমিনারে হিজড়া জনগোষ্ঠীকে পরিবারে ফিরিয়ে দেয়া সহ কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বাংলাদেশে হিজড়া জনগোষ্ঠী : উদযোগ ও করণীয় শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক রাহাত আনোয়ার বলেন, এই জনগোষ্ঠীকে দূর সরিয়ে রাখলে উন্নয়ন সম্পূর্ণ হবেনা। হিজড়াদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে। বর্তমান সরকার সেই লক্ষ্যে কাজ করছে।
সেমিনারে সভাপতিত্ব করেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাশ। বিশেষ অতিথি ছিলেন, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী ও অতিরিক্ত পুলিশ সুুপার ড আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আবুল কাশেম। এছাড়াও মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন এনজিও এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা মুক্ত আলোচনায় অংশ নেন।
Leave a Reply