সিলেট মহানগরীর উপকণ্ঠে টুকেরবাজার হায়দরপুরে ২০১৬ সালের এসএসসি, এইচএসসি ও স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
শুক্রবার বিকেল ৩টায় হায়দরপুর রেইনবো ইয়ুথ ক্লাবের উদ্যোগে হাজী মছব্বির আলী লালাই মিয়া মার্কেটে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি শাহনূর ইসলামের সভাপতিত্বে ও সহ সম্পাদক আবু সামাদের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আফজল হোসেন। প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড মোহাম্মাদ তাজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম তারেক কালাম, সিলেট জেলা সড়ক পরিবহণ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ ও টুকের বাজার ইউপি ১নং ওয়ার্ডের মেম্বার গিয়াস উদ্দিন।
আরও বক্তব্য রাখেন হাটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান, শাহজালাল ইউনিভার্সিটি স্কুলের সহকারী শিক্ষক খালেদ হোসেন কায়েস, সিলেট সুলতানপুর শাখা রূপালী ব্যাংকের সহকারী ব্যবস্থাপক বুলবুল আহমদ ও কোয়ান্টাম ফাউন্ডেশন শাবিপ্রবি সেলের দায়িত্বশীল জাকির হোসেন।
সন্ধ্যায় মস্তফা সারওয়ার ফারুকীর চলচ্চিত্র ‘মেইড ইন বাংলাদেশ’ প্রদর্শন করা হয়।
Leave a Reply