NATIONAL
Information and Broadcasting Minister Awami League Joint General Secretary Dr Hasan Mahmud said that BNP has taken a stand against the people of the country-it has become an adversary || তথ্য ও সম্প্রচার মন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাছান মাহমুদ বলেছেন বিএনপি দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে-প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে
সংবাদ সংক্ষেপ
Mahbub Ali filed nomination papers in Madhavpur মাধবপুরে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রতিমন্ত্রী মাহবুব আলী নবীগঞ্জে মিশুক গাড়িসহ চোর ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার রাব্বিকে গ্রেফতারে সিলেট জেলা ও মহানগর বিএনপির নিন্দা Three candidates filed nomination papers in Sylhet সুস্থ থাকার জন্য নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ খাবার প্রয়োজন || শাল্লায় প্রশিক্ষণ কর্মশালা নির্বাচনকে সামনে রেখে উন্নয়নের খবর ভোটারদের কাছে পৌঁছাতে হবে সিলেটে দুই আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল || পদত্যাগ করেননি বিশ্বনাথের মেয়র চুনারুঘাটে মণিপুরী সম্প্রদায়ের ধর্মীয় উৎসব মহারাসলীলা অনুষ্ঠিত সিলেট-১ আসনে পররাষ্ট্র মন্ত্রীর মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে মনোনয়নপত্র গ্রহণ শুরু মাধবপুরের ধর্মঘর বাজারে ইসলামী ব্যাংকের আউটলেট শাখা উদ্বোধন বিজয়ের মাস উপলক্ষে চারুনিকেতনের ছবি আঁকা প্রতিযোগিতা ও কর্মশালা অবরোধ-হরতাল পালন করতে জেলা ও মহানগর বিএনপির আহবান PM is coming Sylhet in the third week of December প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী প্রচারণায় সিলেট আসছেন আগামী মাসের তৃতীয় সপ্তাহে No gap between the demands of Bangladesh and USA

‘হার্ট লাং মেশিন’ সিলেটে থেকে কোথাও যাচ্ছেনা

  • শনিবার, ১৫ জুন, ২০১৯

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের বাইপাস অপারেশনে ব্যবহারের জন্যে আনা ‘হার্ট লাং মেশিন’ সিলেটে থেকে কোথাও যাচ্ছেনা।
শনিবার দুপুরে সিলেট উন্নয়ন ও ঐতিহ্যের স্মারক সংরক্ষণ পরিষদ প্রতিনিধি দলের সাথে আলাপকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো ইউনুছুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ১ কোটি ৮২ লাখ টাকা মূল্যের এ যন্ত্রটি ব্যবহারের উপযোগী অবকাঠামোগত সুবিধা ও লোকবল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেই।
তবে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এই ‘হার্ট লাং মেশিন’ সহ সর্বাধুনিক অন্যান্য যন্ত্রপাতি সমৃদ্ধ একটি পূর্ণাঙ্গ ‘কার্ডিয়াক সেন্টার’ স্থাপনের জন্যে খুব শিগগির একটি প্রস্তাব সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে বলে পরিচালক জানান।
ব্রিগেডিয়ার জেনারেল মো ইউনুছুর রহমান জানান, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালকে সরকারি স্বাস্থ্যসেবা কার্যক্রমে শীর্ষস্থানে নিয়ে যেতে গত ৩ মাসে অনেক পদক্ষেপ নেয়া হয়েছে।
তিনি জানান, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে মধুশহীদ এলাকায় যনজট নিরসনে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
এসময় সিলেট উন্নয়ন ও ঐতিহ্যের স্মারক সংরক্ষণ পরিষদ প্রতিনিধি দল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুততম সময়ে কার্ডিয়াক সেন্টার স্থাপন, বিশেষজ্ঞ চিকিৎসক সহ পর্যাপ্ত লোকবল নিয়োগ ও ঔষধ সরবরাহ এবং অন্যান্য সমস্যা নিয়ে পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সিলেট অঞ্চলের অধিবাসী অন্যান্য মন্ত্রী ও সংসদ সদস্যদের সাথে জনস্বার্থে আলোচনার নিশ্চয়তা দেন।
নেতৃবৃন্দ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘হার্ট লাং মেশিন’ সিলেট থেকে অন্যত্র নিয়ে যাবার উদ্যোগের খবরটি জানামাত্র সংগঠনের পক্ষ থেকে সিলেট ও ঢাকায় সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার সাথে যোগাযোগ করে প্রতিবাদ জানানো হয়।
প্রতিনিধি দলে ছিলেন, সংগঠনের আহ্বায়ক জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ, সদস্য সচিব সাংস্কৃতিক সংগঠক শামসুল আলম সেলিম, সদস্য লেখক-সংগঠক রুহুল কুদ্দুছ বাবুল, কবি-সাংবাদিক মুহিত চৌধুরী ও সাংবাদিক নাজমুল কবির পাভেল।
এছাড়াও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা আবুল কালাম আজাদ, আবাসিক সার্জন ডা অরুণ কুমার বৈষ্ণব, ডা আসাদুজ্জামান জুয়েল, বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান শাহ দিদার আলম নবেল ও বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More

লাইক দিন সঙ্গে থাকুন

সংবাদ অনুসন্ধান

স্বত্ব : খবরসবর ডট কম
Design & Developed by Web Nest