শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা থানা পুলিশ হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করে মালিকের হাতে তুলে দিয়েছে।
রবিবার, ২৪ মার্চ (১০ চৈত্র) দুপুরে শাল্লা থানার অফিসার ইনচার্জ মো মিজানুর রহমান মিজান উদ্ধারকৃত মোবাইল ফোনটি মালিক ইমন মিয়ার হাতে তুলে দেন।উপজেলার শাল্লা ইউনিয়নের ইয়ারাবাদ গ্রামের ইমন মিয়া জানান, প্রায় ৮ মাস আগে তার মোবাইল ফোনটি হারিয়ে যায়। এ বিষয়ে তিনি শাল্লা থানায় জিডি করেন।
এর পরিপ্রেক্ষিতে পুলিশ মোবাইল ফোনটি তাকে উদ্ধার করে দেওয়ায় তিনি শাল্লা থানার ওসি সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
Leave a Reply