পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেনের ব্যক্তিগত তহবিলে গঠিত মোমেন ফাউন্ডেশনের পক্ষ থেকে সিলেট সদর উপজেলার হাটখোলা ও খাদিমনগর ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার দিনব্যাপী এই শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, পররাষ্ট্র মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মোমেন ফাউন্ডেশনের সহ সাধারণ সম্পাদক শফিউল আলম জুয়েল, হাটখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশাহিদ আলী, সহ সভাপতি খুরশিদ আহমদ, জাহান উদ্দিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মখলিছুর রহমান, পররাষ্ট্রমন্ত্রীর অফিস কর্মকর্তা রুবেল আহমদ, জামাল আহমদ, আব্দুল হাসিম, আব্দুল মন্নান,আশিকুর রহমান, সিরাজুল ইসলাম ও আজির উদ্দিন। খাদিমনগরে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস সামাদ, বর্তমান সভাপতি তারা মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল মালিক, সহ সভাপতি আব্দুর রহমান, কোষাধ্যক্ষ সবুজ রহমান ও জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক সুজন দেব নাথ।
Leave a Reply