সিলেটের কুশিঘাটে হাজী মোহাম্মদ সফিক উচ্চ বিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ এবং মিড ডে মিল কর্মসূচি শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রধান শিক্ষক আব্দুল হাছিব। এসময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
পরে ‘বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ কর্মসূচিতে ৭ম শ্রেণির শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎকার পর্বে অংশ নেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুতিন (মুতিচাঁন), প্রয়াত মুক্তিযোদ্ধা সন্তান নাজমুল আলম চৌধুরী, মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহান। পরিচালনায় ছিলেন, জ্যেষ্ঠ শিক্ষক আবুল হাশেম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক আমিনুল ইসলাম, শর্মিলা দাস ও উম্মে খাদিজা।
পরে শিক্ষার্থীদের মিড ডে মিল দেওয়া হয়।
Leave a Reply