পবিত্র রমজান উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের সিকন্দরপুরে হাজারী গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শুক্রবার বাদ জুম্মা সংগঠনের স্থায়ী কার্যালয় হাজারী বাড়িতে এলাকার হতদরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
হাজারী গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি সামসুজ্জামান কবিরের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আখলাকুল মৌলা বাহারের পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের অন্যতম উপদেষ্টা মাওলানা সাইফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী জামাল উদ্দিন।
এছাড়াও সংগঠনের জনকল্যাণমূলক কাজ ও ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে বক্তব্য রাখেন, বর্তমান সভাপতি খলিল উদ্দিন।
পরে দেড় শতাধিক গরীব পরিবারের সদস্যদের মধ্যে ডাল, তেল, খেজুর, চিনি ইত্যাদি ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
Leave a Reply