বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : নবীগঞ্জে হাকিম ফাউন্ডেশন ইউএসএর প্রথম প্রকাশনা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহকে নিবেদিত কবি ও গীতিকার তানহা জনির ‘কোমল হাতে স্নেহের পরশ’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে নবীগঞ্জ আরজু হোটেল এন্ড রেস্টুরেন্টে মোড়ক উম্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সিলেট সেন্ট্রাল উইমেন্স কলেজের অধ্যক্ষ কবি কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন, মাসিক অভিযাত্রিক সম্পাদক কবি রফিকুল ইসলাম মুবিন, ইসলামী সাহিত্য পরিষদ নবীগঞ্জের সভাপতি কাজী এম হাসান আলী, পাঞ্জারাই জি কে ওয়াই আই দাখিল মাদরাসার সুপার মুফতি মাওলানা হোসাইন আহমেদ মিছবাহ, মাওলানা মমসাদ আহমদ, কবি ও গবেষক শহিদুজ্জান চৌধুরী, কবি ইব্রাহীম ইউসুফ, কবি শাহ সরোয়ার আলী, কবি মছদ্দর আলী, কবি আলীবাহার, কবি এস এম সাজ্জাদ, ডা এম এ মুকিত চৌধুরী, কবি আবুল হোসাইন ও কবি নিলুফা ইয়াসমিন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হাকিম ফাউন্ডেশন ইউএসএর কো-চেয়ারম্যান রুফুল আমীন, মো নুনু মিয়া, শেখ ইসহাক মিয়া, মো মাহমুদ মিয়া, আবুল কাছ মিয়া, আব্দুস সালাম, আব্দুল মুতালিব, জিয়াউল হক, গ্রীস প্রবাসী শেখ নজির মিয়া, সৌদিআরব প্রবাসী সুলাইমান আহমদ শিপন, লিকসন মিয়া, আব্দুল কাইয়ুম চৌধুরী, জুবায়ের রাকিব, ইফতেখার হোসেন রাজিব, করগাঁও তালামীযে ইসলামিয়ার সদস্য মুজিবুর রহমান, নাদিমুর রহমান নাদিম, ইসফাক আহমদ তুহিন ও মাহিদুল ইসলাম।