জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরীন জুড়ী উপজেলার হাকালুকি হাওরে ধানকাটা তদারকিতে গিয়েছিলেন।
মঙ্গলবার তিনি হাওরে ঘুরে ঘুরে ধানকাটা দেখেন এবং কৃষক ও ধানকাটা শ্রমিকদের সঙ্গে কথা বলেন।
জেলা প্রশাসক সবাইকে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দেন।
এসময় তার সাথে ছিলেন, জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক, কৃষি সম্প্রসারণ অধিদফতর মৌলভীবাজারের উপ পরিচালক কাজী লুৎফুল বারী, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন ও পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শ্রীকান্ত দাস।
Leave a Reply