সুনামগঞ্জ প্রতিনিধি : সময়মতো হাওর রক্ষা বাঁধ নির্মাণ, হাওর এলাকায় নদী খনন ও হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্যোগে পাশে থাকার স্লোগানে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনে কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। পরে শহীদ জগৎ জ্যোতি পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা শীলা রায়, অ্যাডভোকেট স্বপন কুমার দাস রায়, আহবায়ক বীর মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী ও যুগ্ম আহবায়ক আবু সুফিয়ান।
এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সম্মেলনে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের নতুন কমিটি গঠন করা হয়।
Leave a Reply