সুনামগঞ্জের হাওর অঞ্চলে সুনেত্র হাওর বাংলা ট্রাস্টের উদ্যোগে ছায়ার হাওর পারের বাসিন্দাদের মাঝে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা ও ফ্রি ব্লাড গ্রুপিং করা হয়।
শনিবার সুনামগঞ্জের শাল্লা উপজেলা ও নেত্রকোনার খালিয়াজুড়ী উপজেলার মধ্যবর্তী স্থানে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী বাচ্চুর সভাপতিত্বে ও শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা সিলেট নাজিরেরগাঁও শাখার ইনচার্জ মাওলানা জুনাইদ আল-হাবিবের পরিচালনায় ক্যাম্পের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন, নেত্রকোনা সরকারি কৃষ্ণপুর হাজী আলী আকবর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মীজানুর রহমান আজাদ আকবারী। বিশেষ অতিথি ছিলেন, খালিয়াজুড়ী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো শামিম মোড়ল, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলার ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সালাহ উদ্দিন আজমান।
ক্যাম্পে ৬ শতাধিক রোগীকে ফ্রি ব্যবস্থাপত্র ও ঔষধ প্রদান এবং শতাধিক ব্যক্তির রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply