সুনামগঞ্জ প্রতিনিধি : ‘গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ এবং হাওর অঞ্চলের জীবন-জীবিকায় সরকারি পরিষেবার ভূমিকা’ নিয়ে ‘সুনামগঞ্জ সংলাপ’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সেন্টার ফর পলিসি ডায়লগ-সিপিডি ও অক্সফাম ইন বাংলাদেশের যৌথ উদ্যোগে এবং ইউরোপীয় ইউনিয়ন ও সানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সিপিডির ফেলো ড দেবপ্রিয় ভট্টাচার্য্যের সভাপতিত্বে ও সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক আব্দুল আহাদ, সিপিডি ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, কান্ট্রি ডিরেক্টর ড দিপঙ্কর দত্ত, সিপিডির নির্বাহী পরিচালক ড ফাহমিদা খাতুন ও সানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তপন রুরাম।
সংলাপে আলোচকরা উল্লেখ করেন, হাওর অঞ্চলের মানুষকে প্রকৃতির সাথে লড়াই করে বাচঁতে হচ্ছে। প্রায় প্রতিবছরই অকাল বন্যা, খরা, ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও কালক্ষেপণ করা হয়। বছরের বেশিরভাগ সময় এই জেলা জলমগ্ন থাকায় কৃষি নির্ভরশীল মানুষজন অধিকাংশ সময় বেকার জীবন যাপন করেন। এখানে শিল্প কারখানা গড়ে না উঠায় বেকারত্বের সংখ্যা অনেক বেশি। নারীদের কর্মমুখী করে গড়ে তুলতে কোন প্রশিক্ষণের ব্যবস্থা নেই। এখানে অবকাঠামো উন্নয়নের মূল অন্তরায় দুর্নীতি। এই দুর্নীতিকে কমিয়ে আনা গেলে হাওরবাসীর স্বপ্ন পূরণ হবে।
Leave a Reply