নিজস্ব প্রতিবেদক : হাওর অঞ্চলের বর্তমান পরিস্থিতিতে কর্মসংস্থানের মধ্য ও দীর্ঘ মেয়াদী কর্মপরিকল্পনা তৈরির বিষয়ে হাওর সুহৃদদের এক সভা বৃহস্পতিবার রাতে মহানগরীর পূর্ব জিন্দবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, যারা জমির মালিক এবং যাদের একমাত্র অবলম্বন বোরো ফসল তাদের কাছে ত্রাণ পৌঁছুচ্ছেনা। সামাজিক অবস্থানের কারণে তারা প্রকাশ্যে ত্রাণ গ্রহণও করতে দ্বিধাবোধ করছেন। ফলে তাদেরকে অবর্ণনীয় দুর্ভোগ পেহাতে হচ্ছে; কিন্তু বাইরে থেকে তা বুঝা যাচ্ছেনা।
এ অবস্থায় জরুরি ভিত্তিতে স্থায়ী কর্মসংস্থানে উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা এগিয়ে আসতে পারে।
সভায় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, মুক্তিযুদ্ধ গবেষক হাসান মোরশেদ, সাংবাদিক উজ্জ্বল মেহেদী, সংগঠক সজল সরকার, বিমান তালুকদার ও অন্যরা।
Leave a Reply