নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওর অঞ্চলের সর্বস্বান্ত মানুষকে আশ্বস্ত করেছেন, সরকার তাদের পাশে আছে। তাদেরকে সবধরনের সহায়তা দেয়া হবে। বিনামূল্যে তারা সার, বীজ, কৃষি উপকরণ ও মাছের পোনা পাবেন।
রবিবার সকালে হাওর অঞ্চল পরিদর্শন শেষে সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরে এক জনসভায় তিনি এই আশ্বাস দেন।
প্রধানমন্ত্রী নিশ্চয়তা দেন, হাওররক্ষা বাঁধ নির্মাণে কারো গাফলতির কারণে ফসলহানি হয়ে থাকলে অবশ্যই দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
তিনি জানান, হাওর অঞ্চলের ইউনিয়ন পর্যায়ের খোলাবাজারে চাল বিক্রি করা হবে। চলবে ১০ টাকা কেজির চাল বিক্রি। এছাড়া পরবর্তী ফসল না উঠা পর্যন্ত খাদ্য সরবরাহ অব্যাহত থাকবে।
প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের কষ্ট লাঘবে কৃষি ঋণের সুদ অর্ধেকে নামিয়ে আনা হয়েছে।
তিনি হাওর অঞ্চলে এনজিওগুলোর কৃষি ঋণ আদায় বন্ধ রাখতে এনজিও ব্যুরোকে নির্দেশ দেন।
জনসভায় কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্য মন্ত্রী কামরুল ইসলাম এবং পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ সহ অন্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply