ইসলামী শাসনতন্ত্র (ইশা) ছাত্র আন্দোলন সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করে দ্রুত ত্রাণ পৌঁছানোর দাবিতে বুধবার মহানগরীর কোর্ট পয়েন্টে মানববন্ধন করা হয়েছে।
সংগঠনের মহানগর সভাপতি মুহাম্মদ শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক আবু তাহের মিসবাহের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ডা মুয়াজ্জেম হোসেন খান। প্রধান বক্তা ছিলেন ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য মু মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর সভাপতি মুফতি ফখর উদ্দীন ও ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা রিয়াজুল ইসলাম রিয়াজ। এছাড়াও জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply