নিজস্ব প্রতিবেদক : হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতির বিচার বিভাগীয় তদন্ত ও সুনামগঞ্জ সহ হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে সিলেটে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারের সামনে নাগরিক জোট সিলেটের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, অতিরিক্ত পিপি শামসুল ইসলাম, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-ইমজার সভাপতি আল আজাদ ও বিএনপি নেতা মাহবুব চৌধুরী।
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে যোগ দেয় দিরাই ছাত্র কল্যাণ পরিষদ, জুড়ী অ্যাসোসিয়েশন, কুলঞ্জ স্টুডেন্ট ইউনিয়ন ও জাগো সমবায় সমিতি।
Leave a Reply