সুনামগঞ্জ প্রতিনিধি : পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, সুনামগঞ্জের হাওরে যাতে আর ফসলহানি না ঘটে সেজন্য পানি সম্পদ মন্ত্রলালয় সব কিছুু দিয়েই চেষ্টা করছে। ইতোমধ্যেই শুরু হয়ে গেছে বাঁধের কাজ। হাওরে দুঃখ গোছাতে প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তবে হাওর রক্ষায় হাওর এলাকার সবাইকে আরো সক্রিয় হতে হবে।
শনিবার দিনব্যাপী জামালগঞ্জ উপজেলার পাগনার হাওর এলাকা পরিদর্শন শেষে কৃষক সমাবেশে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জাফর আহমদ খান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান ও এলাকার সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন।
হাওর পরিদর্শন শেষে পানিসম্পদ মন্ত্রী জামালগঞ্জ উপজেলা প্রশাসন ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন।
Leave a Reply