নিজস্ব প্রতিবেদক : হাওরে বজ্রপাতের কারণে মৃত্যুর প্রকোপ কমাতে অতিসত্বর হাওরে প্রচুর তালগাছ রোপণ এবং বজ্রনিরোধক টাওয়ার ও আশ্রয়কেন্দ্র নির্মাণের দাবিতে সিলেটে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা এ কর্মসূচির আয়োজন করে।
সংগঠনের সভাপতি কাসমির রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটোর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন, সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সিলটিভির প্রধান সম্পাদক আল আজাদ, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সিকন্দর আলী, সম্মিলিত নাট্য পরিষদ সভাপতি মিশফাক আহমদ মিশু, ইমজা সভাপতি আশরাফুল কবির, বাপা সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, প্রবাসী আশিক চৌধুরী ও অন্যরা।
মানববন্ধন থেকে বজ্রপাতে নিহতদের পরিবারকে যৌক্তিক অংকের আর্থিক সহায়তা দিতে সরকারের কাছে দাবি জানানো হয়।
বক্তারা বজ্রপাত সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান।
Leave a Reply