নিজস্ব প্রতিবেদক : অবিলম্বে হাওরে ফসলরক্ষা বাঁধের নির্মাণ সম্পন্ন করার দাবিতে সিলেটে মানববন্ধন করা হয়েছে।
‘কৃষি-কৃষক-ক্ষেতমজুর বাঁচাও’ দাবি নিয়ে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট বুধবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের সামনে এ কর্মসূচি পালন করে।
মানববন্ধন চলাকালে বাসদের জেলা সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দলের বিমানবন্দর থানা সমন্বয়ক প্রণবজ্যোতি পাল, কোতয়ালি থানা সমন্বয়ক জুবায়ের আহমদ চৌধুরী ও সদর উপজেলা সমন্বয়ক শাহজাহান আহমদ।
নির্ধারিত সময় ২৮ ফেব্রæয়ারির মধ্যে হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণ শেষ না করায় বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
Leave a Reply