নিজস্ব প্রতিবেদক : পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, হাওরের পানি কমলেই ফসলরক্ষা বাঁধের কাজ শুরু হবে।
তিনি আশা প্রকাশ করেছেন, দুই সপ্তাহের মধ্যে বিভিন্ন হাওরের পানি কমে যাবে।
বুধবার বিকেলে সিলেট সার্কিট হাউসে হাওরে বন্যা পরবর্তী বাঁধ মেরামত ও সংরক্ষণ বিষয়ে চার জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পানি সম্পদ মন্ত্রী বলেন, ঠিকাদারদের দরপত্র অনুযায়ী কাজ করতে হবে; কিন্তু তাদেরকে দুর্নীতির সুযোগ দেয়া হবে না। প্রয়োজনে হাওর রক্ষা বাঁধ নির্মাণ কাজের ব্যয় বাড়ানো হবে।
তিনি বলেন, দুর্নীতি আর বন্যা এক নয়। এবার হাওর রক্ষা বাধ নির্মাণে জেলা প্রশাসক থেকে শুরু করে প্রান্তিক কৃষকদেরও সম্পৃক্ত করা হবে। সবার অংশগ্রহণ থাকলে কেউই অনিয়মের সুযোগ পাবে না।
Leave a Reply