হাইওয়ে কন্ডিশন সার্ভে বিষয়ে ইনস্টিটিউট অব অ্যাসেট ম্যানেজমেন্টের প্রতিনিধিদলের সঙ্গে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নেতৃবৃন্দের মতবিনিময় হয়েছে।
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর (২৬ ভাদ্র) বিকেল ৫টায় চেম্বার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান মিন্টু।
মতবিনিময় সভায় ইনস্টিটিউট অব অ্যাসেট ম্যানেজমেন্টের হাইওয়ে অ্যাসেট ম্যানেজার আব্দুস সালাম বলেন, হাইওয়ে একটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা হাইওয়ে কন্ডিশন সার্ভে করার একটি উদ্যোগ গ্রহণ করেছেন। সার্ভে করতে পারলে হাইওয়েতে যানবাহন চলাচল ও অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি বাস্তব চিত্র উঠে আসবে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য অনেক সহায়ক হবে।
তিনি জানান, বিষয়টি নিয়ে তারা সড়ক ও জনপথ বিভাগ এবং সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনা করবেন।
এ ব্যাপারে তিনি সিলেট চেম্বারের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান মিন্টু বলেন, যোগাযোগ খাতের উন্নয়নের সঙ্গে দেশের উন্নয়ন জড়িত। এ ক্ষেত্রে হাইওয়ে কন্ডিশন সার্ভের উদ্যোগ প্রশংসনীয়। উদ্যোগটি বাস্তবায়নের লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনা করতে হবে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রতিনিধিদলের সদস্য আব্দুল জলিল, সিলেট চেম্বারের পরিচালক ওয়াহিদুজ্জামান চৌধুরী (রাজিব), আমিনুর রহমান (লিপন), মো আব্দুস সামাদ, কাজী মো মোস্তাফিজুর রহমান, ফয়েজ হাসান ফেরদৌস, সায়েম আহমদ, মো মাহদী সালেহীন, আরিফ হোসেন, মোহাম্মদ নূরুল ইসলাম, প্রতিনিধিদলের সদস্য রেজাউল করিম, আদনান ওয়াহিদ, আহমেদ নাবিল প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply