মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর পূর্ব বালিপাড়ায় অবস্থিত তপ্তকুণ্ড তীর্থস্থানে বারুণী মেলা, গঙ্গাস্নান ও তর্পণ অনুষ্ঠিত হবে।
শনিবার (২৫ মার্চ) রাত ১১টা ৩৯ মিনিট ১১ সেকেন্ডের পর থেকে মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি ও শতভিষা নক্ষত্র আরম্ভ হবে এবং রবিবার সকাল ১১টা ১৩ মিনিট ৫১ সেকেন্ড পর্যন্ত স্নান তর্পণ সম্পন্ন করতে হবে।
এতে যোগ দিতে পূণ্যার্থীগণকে আমন্ত্রণ জানিয়েছেন তপ্তকুণ্ড তীর্থস্থান পরিচালনা কমিটি আহ্বায়ক পুলিন সরকার।
Leave a Reply