সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের হযরত শাহ শেখ ফরিদ আনসারী (র) কিন্ডারগার্টেন ও জুনিয়র স্কুলের পক্ষ থেকে এলাকার প্রবাসীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়াজন করা হয়।
হযরত শাহ শেখ ফরিদ আনসারী (র) কিন্ডারগার্টেন ও জুনিয়র স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো মুহিব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মারজান আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগরখলা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী মোহাম্মদ আব্দুল করিম, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল জলিল, মো কিনু মিয়া, যুক্তরাষ্ট্র প্রবাসী সাইদুল ইসলাম ও জাকির হাসান। স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মো রাসেল আহমেদ রাজু।
আরও বক্তব্য রাখেন ব্যবস্থাপনা কমিটির পরিচালক আব্দুল আমিন, প্রধান শিক্ষক মোহাম্মদ এমদাদুল হক, অভিভাবক মো আতিক মিয়া ও নূরুল ইসলাম।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply