মজিদিয়া ফুলতলী ট্রাস্ট্রের উদ্যোগে হযরত শাহজালাল (র) কেন্দ্রের মাসব্যাপী কেরাত প্রশিক্ষণ শেষ হয়েছে।
শুক্রবার সকালে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দরগাহ-এ হযরত শাহজালাল (র) সিলেটের মোতাওয়াল্লি সরেকওম ফতেহ উল্লাহ আল আমান, প্রধান উপদেষ্টা সামুন মাহমুদ খান, বাংলাদেশ হযরত শাহজালাল (র) ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ মো মকন মিয়া, জ্যেষ্ঠ সহসভাপতি, মৌলভীবাজারের কুলাউড়া পাল্লাকান্দি মীরপুর ইমাম বাড়ির মোতাওয়াল্লি শেখ জালাল ফরিদ উদ্দীন, প্রধান কারী নিজাম উদ্দিন, মাওলানা আব্দুল আজিজ, হযরত শাহজালাল (র) ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের প্রচার সম্পাদক কাজী আরিফ, হাফিজ মাহদি হাসান, সাংস্কৃতিক সম্পাদক শাহীন আহমদ, কেন্দ্রীয় সদস্য আব্দুস সোবহান প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply