প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সিসিক নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী হযরত শাহজালাল (র) ওরসে গিলাফ দিয়েছেন।
শুক্রবার, ৯ জুন সকালে তিনি দরগা শরীফে গিয়ে নিজের হাতে মাজারে গিলাফ ছড়ান এবং মাজার জিয়ারত ও দোয়া করেন।
গিলাফ প্রদানের সময় আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য জুবের আহমদ খান, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুফতি খাবির ও হারুনুর রশীদ সহ অন্যান্য নেতা। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply