নিজস্ব প্রতিবেদক : সিলেটে মহান তাপস হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির ৬৯৮তম বার্ষিক ওরসের মূল কর্মসূচি শনিবার ভোর থেকে শুরু হয়েছে।
দুই দিনব্যাপী এই পবিত্র ওরস উপলক্ষে বিশেষভাবে সজ্জিত দরগা শরীফ ও আশেপাশের এলাকা জুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ বিরাজ করছে।
ওরসে যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে অগণিত ভক্ত-আশেকান ছুটে এসেছেন।
সকাল ৯টা থেকে মাজারে গিলাফ ছড়ানোর মাধ্যমে শুরু হয় মূল কর্মসূচি। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পক্ষ থেকে মাজারে গিলাফ দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
তবে বৃহস্পতিবার থেকেই দরগা এলাকা ভক্ত-আশেকানের উপস্থিতিতে সরগরম হয়ে উঠে। চলতে থাকে খতমে কোরান, জিকির ও মাজার জিয়ারত। পাশপাশি আউল-বাউলরা আধ্যাত্মিক গানে মশগুল হয়ে আছেন।
আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে রবিবার ফজরের নামাজ শেষে। এর পরপরই ভক্ত-আশেকানদের মাঝে শিরণি বিতরণের মধ্য দিয়ে ওরসের সমাপ্তি হবে।
Leave a Reply